কিবরিয়া হত্যা মামলায় আরও দুইজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৫

কিবরিয়া হত্যা মামলায় আরও দুইজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

Kibriya

সুরমা মেইল : সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় আরও দুইজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান তাদের সাক্ষ্যগ্রহণ করেন।

আদালত আগামী ২ ও ৩ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের পিপি কিশোর কুমার কর।

জানা গেছে- কিবরিয়া হত্যা মামলায় কারান্তরিণ ১৪ আসামীর মধ্যে বৃহস্পতিবার আদালতে ১২ জন উপস্থিত ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের বহিস্কৃত মেয়র আরিফুল হক চৌধুরী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আদালতে হাজির করা হয়নি।

আজ আদালতে হরমুজ আলী ও শমসের মিয়া নামের দুইজন সাক্ষী দিয়েছেন। বুধবার তাদের সাক্ষ্য দেয়ার কথা থাকলেও আদালতে পর্যাপ্ত আসামী হাজির না হওয়ায় তাদের সাক্ষ্যগ্রহণ করা থেকে বিরত থাকেন বিচারক।

কিবরিয়া হত্যা মামলার ৩২ আসামির মধ্যে ৮ জন জামিনে, ১৪ জন কারাগারে ও ১০ জন পলাতক রয়েছেন।

প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com