কিবরিয়া হত্যা মামলায় আরো দুই জনের সাক্ষ্যগ্রহণ

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৬

কিবরিয়া হত্যা মামলায় আরো দুই জনের সাক্ষ্যগ্রহণ

সুরমা মেইল নিউজ :: প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় আরো দুই জনের সাক্ষ্যগ্রহণ করেছেন সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান। বৃহস্পতিবার দুপুরে সাক্ষ্যগ্রহণ করা হয়।

আদালতে সাক্ষ্য দিয়েছেন- ঘটনার প্রত্যক্ষদর্শী সঞ্জিব আলী ও লিলু শুক্লা দাশ।

সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি কিশোর কুমার কর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান- সাক্ষ্যগ্রহণের সময় মামলার আসামি সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী ও সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ব্যতীত কারাগারে থাকা সকল আসামি উপস্থিত ছিলেন।

তিনি জানান, কিবরিয়া হত্যা মামলায় মোট ১৭১ জন সাক্ষীর মধ্যে ৩৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামী ৫ অক্টোবর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। হামলায় নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী।

এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com