সিলেট ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
সুরমা মেইল নিউজ : সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় পলাতক ১০ আসামির মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার সকাল ১১টার দিকে হবিগঞ্জ জেলা ও দায়রা জজের বিচারক মোহাম্মদ আতাবুল্লাহের আদালতে ১১ আসামিকে হাজির করা হয়। আদালত শুনানি শেষে খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক উপদেষ্টা হারিছ চৌধুরীসহ ১০ পলাতক আসামির মালামাল ক্রোকের আদেশ দেন। এ মামলার পরবর্তী শুনানি আগামী ৩১ মার্চ ধার্য্য করা হয়েছে।
উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় কিবরিয়াসহ ৫ জন নিহত হন। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি আব্দুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করে। হত্যা মামলাটি বর্তমানে সিলেটে বিচারাধীন আছে।
Design and developed by ওয়েব হোম বিডি