কী কী লক্ষণ দেখে বুঝবেন ফ্যাটি লিভারের সমস্যা?

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, জুন ২, ২০১৬

কী কী লক্ষণ দেখে বুঝবেন ফ্যাটি লিভারের সমস্যা?
download (5)স্বাস্থ্য ডেস্ক : ফ্যাটি লিভার লিভারের একটি খুব সাধারণ রোগ। এ রোগের কথা প্রথম শোনা যায় ১৯৬২ সালে। তবে ১৯৮০ সালে অধ্যাপক লুডউইগ প্রথম এ রোগটিকে ভালোভাবে ব্যাখ্যা করেন। অনেকেই ভাবেন কেবলমাত্র মদ্যপান করলেই ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিতে পারে। কিন্তু দ্যপান না করলেও ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিতে পারে। যাকে বলা হয় নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার। মূলত অস্বাস্থ্যকর ডায়েট, অনিয়মিত লাইফস্টাইলের কারণে ফ্যাটি লিভারের সমস্যা দেখা দেয়। জেনে নিন কী কী লক্ষণ দেখে বুঝবেন আপনার ফ্যাটি লিভারের সমস্যা আছে কি না।
পেটে ব্যথা: পেট খারাপ না হলেও কারণে অকারণে প্রায়ই পেটে ব্যথা। এই সমস্যা ফ্যাটি লিভারের লক্ষণ।
ক্লান্তি: অতিরিক্ত ক্লান্তি, অল্প পরিশ্রমেই হাঁপিয়ে ওঠা, সারা দিন ক্লান্ত লাগা ফ্যাটি লিভারের লক্ষণ হতে পারে।
অতিরিক্ত ওজন: ভুঁড়ি যদি ক্রমাগত বাড়তে থাকে তাহলে অবশ্যই ফ্যাটি লিভার হয়েছে কিনা পরীক্ষা করিয়ে নিন।
বংশগত: ফ্যাটি লিভারের সমস্যা অনেক ক্ষেত্রে বংশগত হতে পারে। আপনার ফ্যাটি লিভারের কোনও লক্ষণ না দেখা দিলেও পরিবারে বিশেষ বাবা বা ঠাকুর্দার এই সমস্যা থেকে থাকলে পরীক্ষা করিয়ে নিন।
জন্ডিস: চোখের সাদা অংশে হলদেটে ভাব, ত্বক হলুদ হয়ে আসা জন্ডিসের লক্ষণ। এই অবস্থায় এক মুহূর্তও দেরি না করে লিভার পরীক্ষা করান।
প্রস্রাবের রং: যদি প্রস্রাবের রং অত্যধিক মাত্রায় গাঢ় হলুদ হয় তাহলে আপনার ফ্যাটি লিভারের সমস্যা হয়ে থাকতে পারে।
শুষ্ক ত্বক: ফ্যাটি লিভারের কারণে ত্বক শুষ্ক হয়ে যায়, ছোপ ধরে, গলার কাছের ত্বকের স্বাভাবিক রং নষ্ট হয়ে যেতে পারে।
সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com