কুফরি ও ঋণ থেকে বেঁচে থাকার দোয়া

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, মে ৩০, ২০১৬

কুফরি ও ঋণ থেকে বেঁচে থাকার দোয়া

ধর্ম-দর্শন : আল্লাহ তাআলার রহমতের মধ্যে সবচেয়ে বড় রহমত হলো হিদায়াত লাভ। ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে পারাও আল্লাহ তাআলার অনেক বড় রহমত।

তাই প্রত্যেক মুসলমানের উচিত ইসলামের ওপর দৃঢ়স্থির থাকার জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করা। পাশাপাশি মানুষ অভাবে পড়লে কুফরির দিকে ধাবিত হয়। যা মানুষকে ঈমান হারা করে তোলে। তাই হাদিসে কুফরি ও ঋণ থেকে বেঁচে থাকার জন্য প্রার্থনার তাগিদ এসেছে।

সুরমা মেইল পাঠকদের তুলে ধরা হলো-

উচ্চারণ : আউ’জু বিল্লাহি মিনাল কুফরি ওয়াদদাইনি। (নাসাঈ)অর্থ : কুফরি ও ঋণ থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই।

সুতরাং মুসলিম উম্মাহর উচিত কুফরি ও ঋণ থেকে বেঁচে থাকতে হাদিসের এ ছোট্ট দোয়াটির আমল করা। আল্লাহ তাআলা প্রত্যেককে এ দোয়ার মাধ্যমে তাঁর নিকট প্রার্থনা করার তাওফিক দান করুন। আমিন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com