কুলাউড়ায় সিএনজি ও টেম্পু সংঘর্ষে নিহত ১, আহত ২

প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০১৬

কুলাউড়ায় সিএনজি ও টেম্পু সংঘর্ষে নিহত ১, আহত ২

full_2127672845_1436029809
সুরমা মেইল নিউজ : কুলাউড়া উপজেলার রাজনগর সড়কে সিএনজি অটোরিক্সা ও টেম্পুর সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন গুরুতর আহত হয়েছেন আরো দুই ব্যক্তি। শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত খলিল মিয়ার (৪৫) বাড়ি উপজেলার ইউছুফ সদর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পৃথিমপাশার রবিরবাজার-ঢিলারপার সড়কের বটতলা নামক স্থানে সিএনজি অটোরিক্সা (মৌলভীবাজার-থ-১২-২১৮৮) ও অটো টেম্পো (মৌলভীবাজার-ত-০৯১) এর মুখোমুখি সংঘর্ষ ঘটলে সিএনজি অটোরিকশার যাত্রী পৃথিপাশা ইউনিয়নের ইউছুফ সদর গ্রামের সাদেক আলীর পুত্র খলিল মিয়া, একই গ্রামরে মৃত মরহম আলীর পুত্র আইয়ুব আলী (৬০) ও আলীনগর গ্রামের আব্দুর রহমানের পুত্র আব্দুল করিম (৩০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা খলিল মিয়াকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করেন। কুলাউড়া থানার উপ পরিদর্শক জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খলিল মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com