কুলাউড়া থেকে বিপুল পরিমাণ জাল টাকা, বিদেশী নকল পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ১

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৫

কুলাউড়া থেকে বিপুল পরিমাণ জাল টাকা, বিদেশী নকল পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ১

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের কুলাাউড়া থেকে বিপুল পরিমাণ জাল টাকা, ৫টি নকল বিদেশী পিস্তল এবং গুলিসহ এক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

Manual4 Ad Code

সোমবার (১৩ অক্টোবর) রাতে গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে কুলাউড়া থানাধীন সম্মান এলাকার অস্ত্র ও জাল টাকার কারবারির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৯, সিপিসি-২ মৌলভীবাজার এবং সদর কোম্পানির যৌথ আভিযানিক দল।

 

এ সময় বসত ঘরের ওয়ারড্রব থেকে আনুমানিক ৩০ লক্ষ টাকা মূল্য মানের দেশীয় এবং প্রায় ৬০ লক্ষ টাকা মূল্য মানের বিদেশী নোটসহ সর্বমোট প্রায় ১ কোটি টাকার দেশি-বিদেশি জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া বাসা থেকে আসল সদৃশ ৫টি নকল বিদেশী পিস্তল ও নকল ৮ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

 

গ্রেপ্তারকৃতের নাম: মোক্তাদির আলী রিপন (৩৪)। সে ওই গ্রামের তৈয়ব আলীর ছেলে।

Manual7 Ad Code

 

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ।

Manual3 Ad Code

 

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত কারবারি জানায়- বিগত তিন মাস যাবত বিভিন্ন সরবরাহকারী থেকে অনলাইনের মাধ্যমে উদ্ধারকৃত নকল পিস্তল ও জাল টাকা ক্রয় করে অনলাইনে আগ্রহী জনসাধারনের কাছে বিক্রয় করে আসছে।

 

প্রথমিকভাবে সে ভিডিওকলের মাধ্যমে নকল টাকা ও অস্ত্র দেখিয়ে আসল বলে বিশ্বাসযোগ্যতা অর্জন করতো। পরবর্তীতে কিছু ক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে নকল অস্ত্র ও জাল টাকা সরবরাহ করলেও বেশিরভাগ ক্ষেত্রে নকল কুরিয়ার ডেলিভারি ¯িøপ অনলাইনে প্রদর্শন করে অগ্রিম টাকা নিয়ে ফোন বন্ধ করে দিত। এভাবে প্রতারণার মাধ্যমে সে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিতো বলে স্বীকার করেছে।

 

তার দেওয়া তথ্য মতে নকল অস্ত্র সরবরাহকারী ও জাল টাকা প্রস্তুতকারীকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাব-৯ মিডিয়া কর্মকর্তা।

 

গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code