কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি: ২০ বিদেশি শনাক্ত

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৬

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি: ২০ বিদেশি শনাক্ত

Manual6 Ad Code

B-Bank

Manual1 Ad Code

সুরমা মেইল নিউজ : যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ২০ বিদেশিকে শনাক্ত কর‍া হয়েছে বলে জানিয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার দুপুরে সিআইডি কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সংস্থার অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) শাহ আলম এ কথা জানান।

Manual5 Ad Code

তিনি বলেন, রিজার্ভ চুরির ঘটনা তদন্তের অংশ হিসেবে সিআইডির দু’টি টিম সংশ্লিষ্ট দু’টি দেশ ফিলিপাইন ও শ্রীলঙ্কায় যায়। এই অপরাধে ২০ জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। কিন্তু তদন্তের স্বার্থে কারও পরিচয় বলা যাচ্ছে না। রিজার্ভ চুরিতে বাংলাদেশের কেউও জড়িত থাকতে পারে বলে জানান সিআইডির এ কর্মকর্তা। হ্যাকিংয়ের মাধ্যমে রিজার্ভ চুরি অসতর্কতার কারণে হয়েছে, নাকি কেউ এই অপরাধে জড়িত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Manual2 Ad Code

সংশ্লিষ্টতার তথ্য সত্য হলে বিদেশিদের বিচারের আওতায় আনা যাবে কিনা কিংবা কীভাবে হবে সে বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের প্রচলিত আইনেই যে কোনো বিদেশিকে জিজ্ঞাসাবাদের সুযোগ রয়েছে। এ বিষয়ে প্রয়োজনে ইন্টারপোলের সহযোগিতাও পাওয়া যাবে।

Manual6 Ad Code

বিকাশের মাধ্যমে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ায় অপরাধী চক্রের গ্রেফতার ছয় সদস্যকে নিয়ে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ব্রিফিংয়ে জানানো হয়, এই অপরাধীদের বিভিন্ন সময়ে গ্রেফতার করে রোববার (১৭ এপ্রিল) রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ব্রিফিংয়ে শাহ আলম জানান, এক ভিকটিমের অভিযোগের সূত্র ধরে ওই ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ছয়জন জানিয়েছে, বিভিন্ন রকম লোভ দেখিয়ে বা সুযোগের কথা বলে তারা বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়। তাদের সিম সংক্রান্ত তথ্য দেওয়ায় একটি মোবাইল অপারেটরের কতিপয় অসাধু কর্মকর্তা জড়িত বলেও জানিয়েছে গ্রেফতার ছয়জন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code