কে ছিলেন সেই পুরুষ?

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৬

কে ছিলেন সেই পুরুষ?

imagesবিনোদন ডেস্ক : পর্ন কেরিয়ার শেষ করে বি-টাউনের জার্নি শুরু করেছেন প্রায় পাঁচ বছর। কিন্তু তাও তাঁকে নিয়ে কৌতূহলের শেষ নেই। তিনি সানি লিওন। সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি শেয়ার করেছেন তাঁর প্রথম প্রেমিকের কথা। জানেন কে ছিলেন সেই পুরুষ? কত বছর বয়সেই বা ভার্জিনিটি হারিয়েছিলেন নায়িকা? সানির কথায়, আমার বয়স তখন মাত্র ১৬। ছেলেটি আমার বয়সী ছিল। হাইস্কুলে ওর বাস্কেটবল খেলা দেখে প্রেমে পড়েছিলাম। আর তারপর ঘনিষ্ঠ হতে বেশি সময় লাগেনি। তবে এর জন্য আমার কোনো আফশোষ নেই। আমার ইচ্ছেই আমি বাঁচি, আমার দারুণ পরিবার রয়েছে, অনেক বন্ধু রয়েছে। ফলে কোনো কাজের জন্যই আমার পরে অনুশোচনা হয়নি। অভিনয়ের পাশাপাশি এবার গল্প লেখাতেও মন দিয়েছেন সানি। ডিজিটালি সেই গল্প মুক্তিও পেয়েছে। সব মিলিয়ে নিজের শর্তে লাইফ এনজয় করতে জানেন নায়িকা।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com