সিলেট ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : প্রায় দুই বছর আগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে কাজের খোঁজে এসেছিলো ১৬ বছরের মেয়েটি। কিন্তু কে জানতো কাজ খুঁজতে এসে শ’খানেক লোকের লালসার শিকার হতে হবে তাকে। এমনটিই ঘটেছে ভারতে পুনেতে।
কাজ খুঁজতে এসে ওই মেয়েটি অন্তত ১১৩ জনের ধর্ষণের শিকার হয়েছে। রেহাই পায়নি পুলিশের হাত থেকেও। প্রায় দুই বছর ধরে তার ওপর চলছে এমন নির্যাতন। সোমবার (১৮ এপ্রিল) দেশটির সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়, দুই বছর পর ওই নির্যাতিত মেয়েটি পালিয়ে এসে মার্চ মাসে দিল্লির একটি থানায় ১১৩ জনকে আসামি করে একটি মামলা করে। পরে রোববার (১৭ এপ্রিল) মামলাটি পুনে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জানা যায়, মেয়েটি ছোট থাকতেই তার বাবা তার মাকে ছেড়ে চলে যায়। মেয়েটির নানী একটি চায়ের দোকান চালিয়ে তাদের দেখভাল করতো। এ সময় এক ব্যক্তি তাকে বিউটি পার্লারে কাজের প্রলোভন দেখিয়ে পুনেতে নিয়ে যায়। কিছুদিন সব ঠিকভাবে চললেও একদিন ওই ব্যক্তি মেয়েটিকে অসামাজিক কার্যকলাপ করতে বাধ্য করে। পরবর্তীতে তাকে এ কাজের জন্য বিভিন্ন স্থানে নিয়ে যায় ওই ব্যক্তি। এ সময় তার ওপর চলতে থাকে অমানুষিক নির্যাতন।
এ সময় বেশ কয়েকবার পালানোর ব্যর্থ চেষ্টা করলেও গত মাসে সফল হয়ে অবশেষে পুলিশের শরণাপন্ন হয় সে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে। তদন্তও প্রক্রিয়াধীন।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি