কে বলেছে রণবীরের সাথে আমার বিচ্ছেদ হয়েছে

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৬

কে বলেছে রণবীরের সাথে আমার বিচ্ছেদ হয়েছে
katrina

রণবীর-ক্যাটরিনা

বিনোদন ডেস্ক: বলিউডের আকর্ষণীয় জুটি রণবীর-ক্যাটরিনার ভাঙনের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই জোরালো হচ্ছিল। কিন্তু এবার খোদ ক্যাটরিনা সেই গুজব নকচ করে দিলেন। নিজেই বললেন, কে বলেছে রণবীরের সাথে আমার বিচ্ছেদ হয়েছে?

ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম এবিপি নিউজের সংবাদ সম্মেলন অনুষ্ঠানে তোদের সম্পর্কের বিষয়টি আরও একবার জোরালো করলেন ক্যাট। একই সাথে তাদের ব্রেকআপ নিয়ে নানান জল্পনা-কল্পনাওি খারিজ করে দিলেন হার্টথ্রুব ক্যাটরিনা কাইফ “রণবীরের সঙ্গে তাঁর কোনও ব্রেকআপ হয়নি। রণবীরের সাথে আমার কোন সম্পর্কও নেই।”

ব্রেকআপের কারণ সম্পর্কে জানতে চাওয়া হলে ক্যাটরিনা বলেন, এটা তো ভুল প্রশ্ন। কে বলেছে, রণবীরের সঙ্গে আমার বিচ্ছেদ হয়েছে, আর কে বলেছে যে, রণবীরের সঙ্গে আমার সম্পর্ক ছিল।

ক্যাটরিনা এও জানান, এবার ভালোবাসা দিবস তিনি টাব্বুর সঙ্গে কাটাবেন। অনুষ্ঠানে ক্যাটরিনার সঙ্গে ছিলেন টাব্বুও।

ক্যাটরিনাকে আগামীতে ‘ফিতুর’ সিনেমায় দেখা যাবে। এই সিনেমায় আদিত্য ছাড়াও রযেছেন টাব্বু। আগামী ১২ ফেব্রুয়ারি সিনেমা মুক্তি পাবে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com