সিলেট ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৬
স্পোর্টস ডেস্ক: কর ফাঁকি মামলা থেকে রেহাই পাচ্ছে না বার্সেলোনার তারকা ফুটবলাররা। মেসি, নেইমার থেকে মাচেরানো সবার কপালেই রয়েছে সাজার ভার। কিছু দিন আগেই মাচেরানোর নামে এক বছরের কারাদন্ডের ঘোষণা করেছে স্পেন।
কর ফাকির মামলায় এবার জরিমানা গুনতে হচ্ছে বার্সেলোনার তারকা স্ট্রাইকার নেইমারের। তবে স্পেনে নয় নিজ দেশ ব্রাজিলে। সাবেক ক্লাব সান্তোসে থাকাকালীন সময়ে ২০০৭ থেকে ২০০৮- এই এক মৌসুমের ট্যাক্স ফাঁকির অভিযোগ আনা হয়েছে নেইমারের বিরুদ্ধে। এজন্য নেইমারকে ১ লাখ ১২ হাজার ডলার জরিমানার শাস্তি ঘোষণা করেছে সাও পাওলোর একটি আদালত। বাংলাদেশি টাকায় এই অর্থের পরিমান ৯০ লাখ থেকে ১ কোটির টাকার মত। ২০১২ সালেই ব্রাজিলের অর্থনৈতিক কর্তৃপক্ষ নেইমারের এই কর ফাঁকির বিষয়টি প্রথমে ধরা পরে। এরপর তারা এনিয়ে তদন্তে নামে।
তবে নেইমারে পক্ষ থেকে জানান হয় জরিমানার পরিমানটা অস্বাভাবিক হারে বেশি হওয়ায় তারা এর বিরুদ্ধে আপিল করবেন।
বার্সেলোনায় আসার সময় তার ট্রান্সফার ফি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সে সম্পর্কে উপর্যুক্ত কাগজ-পত্র জমা দিতে নেইমারকে নির্দেশ দিয়েছে আদালত। শুধু নেইমারই নয় বার্সা প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তেম্যু, তার আগের প্রেসিডেন্ট সান্দ্রো রসেল, নেইমারের পরিবার এবং বার্সার আরও দুই কর্মকর্তাকে এই মামলায় আদালতে হাজির হবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি