সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৬
সুরমা মেইল নিউজ : চিকিৎসকের চাঁদাবাজির অভিযোগে কোতোয়ালী থানার বহিস্কৃত এসআই মাসুদ রানাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার একটি চাঁদাবাজি মামলায় হাজির হয়ে এসআই মাসুদ রানা জামিন প্রার্থনা করলে বিচারক তার আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আসামি মাসুদ রানার আইনজীবী জাহাঙ্গীর আলম জানান,
গত বছরের ২১ সেপ্টেম্বর সিলেট নগরীর খারপাড়া মিতালী ৭৪নং বাসার মালিক ডা. এ.কে.এম নূরুল আম্বিয়া রিপন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে হুমকি, ভয় ও চাঁদাবাজির অভিযোগ এনে তার বিরুদ্ধে অভিযোগে একটি দরখাস্ত মামলা (নং-১০৪৯/১৫) দায়ের করেন। এই মামলার কার্যক্রম বর্তমানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চলছে।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে কোতোয়ালি মডেল থানার তৎকালীন এসআই মাসুদ রানার নেতৃত্বে ৩ পুলিশ সদস্য খারপাড়ায় ডা. একেএম নুরুল আম্বিয়ার বাসায় যান সন্দেহভাজন আসামিকে ধরতে। এর সপ্তাহখানেক পর হয়রানি ও টাকা চাওয়ার অভিযোগ এনে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-উত্তর) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ডা. আম্বিয়া। লিখিত অভিযোগে তিনি নগদ ১০ হাজার টাকা ও তাঁর স্বাক্ষরসহ একটি ব্যাংক চেক নেওয়ার কথাও উল্লেখ করেন। ডা. আম্বিয়ার এ অভিযোগ তদন্তে প্রমাণিত হলে মাসুদ রানাসহ ৩ পুলিশ সদস্যকে বহিস্কার করা হয়।
Design and developed by ওয়েব হোম বিডি