কোথায়, কেমন আছেন টেলি সামাদ?

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৬

বিনোদন ডেস্ক :: কেটে গেলো দুই বছর। পর্দায় নেই বাংলাদেশের অন্যতম অভিনেতা টেলি সামাদ। অভিনয়ে ফেরার জন্য তার মনট বেকুল হয়ে আছে। কিন্তু শরীরটা আর মানে না, বয়স হয়ে গেছে। তার উপর একটার পর একটা রোগ বাসা বেঁধেছে শরীরে। হাসপাতালের ধবধবে বিছানায় কেটেছে তার বেশির ভাগ সময়। দেশের বাইরেও চিকিৎসা হয়েছে তার। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন কয়েকবার। ভুগছিলেন গ্যাংগ্রিন, কিডনি, স্নায়ু ও ডায়াবেটিসের সমস্যায়। ডাক্তারের বেধে দেয়া ব্যবস্থাপত্রেই চিকিৎসা চলেছে তার। বাড়ির চৌকাঠ মাড়াতেন না। টাইম ধরে ধরে ঔষুধ খেতেন। ভক্তদের দোয়ায় দিনে দিনে সুস্থ হয়ে উঠছেন তিনি।

এখন কেমন আছেন? ‘আগের চেয়ে বেশ ভালো আছি।’-জানালেন টেলি সামাদ।

দীর্ঘদিন চার দেয়ালে বন্দি থেকে তার দম হয়তো আটকিয়েই আসছিলো। সেকারণেই ইদানীং বাইরে ঘুরতে প্রচুর ইচ্ছা করে তার। কয়েকদিন আগে নিজের জন্মভূমি বিক্রমপুরে হাজির হয়েছেন তিনি। ঘুরে ফিরে সময় কাটছে তার।

আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরছেন তিনি। সঙ্গে অভিনয়েও ফেরার ব্যাপারে বেশ আশাবাদি। জানালেন, এখন অনেক নাটকের অফার পাচ্ছি। দেখি করবো ভাবছি। আর আপাতত সিনেমা করতে পারছিনা। দৌড়া দৌড়ি করতে পারবোনা। শরীরটা আরেকটু ভালো হলে সিনেমা করবো। সিনেমায় ফিরতে মাসখানেক লাগতে পারে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com