কোথায় রেখেছি তোমাকে!

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, মে ২৬, ২০১৬

কোথায় রেখেছি তোমাকে!

WP_20151126_15_03_10_Selfieকোথায়  রেখেছি  তোমাকে..!  আহসান আহসানুল হাবিব

চন্দ্র মাসের প্রথম সাঁঝ বেলা হতে-

রিক্সায় বসে, হাটতে হাটতে গভীর রাতে,

শহরান্তরি হয়ে ঘরে ফেরার পথে-

হাইওয়ের বাসের জানালার প্রতিচ্ছবিতেও

এমন কি আমার পাহাড় ঘেরা নির্জন ছাদে

রাতের পর রাত , আমি এঁকেছি চাদের বলিরেখা।

 

ধীরে ধীরে, চাঁদনী একটা সময়

তোমার মুখ অবয়ব ধারণ করে,

আমি তাতে সহজেই আঁকতে পারি –

তোমার চোখের কাঁপা কাঁপা পাপড়ি,

হাসিতে রাঙাতে পারি ঠোঁটের নম্রতা

চিবুকের মায়ায় পশম তিল দাগও।

এভাবে জোছনার পর জোছনা রাত পার করে যাই

চন্দ্রিমায় তোমাতে করে।

 

কিন্তু চন্দ্র মাসের ঠিক এ রাত-তারিখটা আমার জানা নেই,

জানার চেষ্টাও করি নি কোনদিন!

 

“জানাতো” ? জোছনাকে ভালোবাসি-

হয়তো  “তোমাকে ভালোবাসি” বলেই।

 

 

 

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com