সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৬
স্পোর্টস ডেস্ক : গত জুনে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। প্রায় নয় মাস পর বুধবার বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়েকে সামনে পেয়ে ‘প্রতিশোধের’ লক্ষ্যে মাঠে নেমেছিল সেলেসাওরা। কিন্তু প্রতিশোধ তো দূরে থাক, উল্টো আরেকটি পরাজয় চোখ রাঙানি দিচ্ছিল দুঙ্গার দলকে। তবে কোনোমতে পরাজয় এড়িয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকার অঞ্চলের ষষ্ঠ রাউন্ডের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। দুই গোলে পিছিয়ে পড়ার পর শেষদিকে দুই গোল করে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে ব্রাজিল। হলুদ কার্ডের খাঁড়ায় এ ম্যাচে ছিলেন না ব্রাজিল অধিনায়ক নেইমার। ছিলেন না ডিফেন্ডার ডেভিড লুইজও। শুরু থেকেই তাই প্যারাগুয়ের সামনে অসহায় দেখাচ্ছিল নেইমার-লুইজকে ছাড়া খেলতে নামা ব্রাজিলকে। ঘরের মাঠে ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে যেতে পারতো প্যারাগুয়ে। তবে স্বাগতিকদের গোলবঞ্চিত করে পোস্ট। ওরতিজের ফ্লিক ব্রাজিল গোলরক্ষক আলিসনের হাতে লেগে পোস্টে লাগে। দুই মিনিট পর দুর্দান্ত এক সেভ করে ব্রাজিলকে রক্ষা করেন আলিসন। গোমেজের শট দারুণভাবে ঠেকিয়ে দেন সেলেসাও গোলরক্ষক। তবে ৪০ মিনিটে প্যারাগুয়েকে আর আটকে রাখতে পারেনি ব্রাজিল। সতীর্থ বেনিতেজ স্যান্টান্ডারের ক্রস থেকে গোল করেন দারিও লেজকানো। বিরতির পর ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফেলে স্বাগতিকরা। এবারের গোলদাতা বেনিতেজ স্যান্টান্ডার নিজেই। ওরতিজের বাড়ানো বল থেকে গোলটি করেন তিনি। দুই গোলে পিছিয়ে পড়ার তখন পরাজয়ই চোখ রাঙানি দিচ্ছিল ব্রাজিলকে। তবে ৭৯ মিনিটে একটি গোল শোধ করে সেলেসাওদের কিছুটা আশার আলো দেখান রিকার্ডো অলিভিয়েরা। প্রথমে হাল্কের শট ফিরিয়ে দিয়েছিলেন প্যারাগুয়ের গোলরক্ষক। তবে ফিরতি বল জালে জড়িয়ে দেন ৩৫ বছর বয়সি অলিভিয়েরা। আর ম্যাচের শেষ বাঁশি বাজার খানিক আগে দানি আলভেসের গোলে নাটকীয় ড্র পায় ব্রাজিল। ডি বক্সের ভেতর থেকে ডিফেন্ডারদের ফাঁক দিয়ে কোণাকুণি শটে লক্ষ্যভেদ করেন বার্সেলোনার এই ডিফেন্ডার। এই ড্রয়ের পর ছয় ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকায় ষষ্ঠ স্থানে আছে ব্রাজিল। সমান ম্যাচে প্যারাগুয়ের পয়েন্টও ৯, তবে গোল গড়ে পিছিয়ে থাকায় সপ্তম স্থানে আছে তারা।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি