কোন সন্তান আশা করছেন না জেনিফার-বেন

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৫

কোন সন্তান আশা করছেন না জেনিফার-বেন
ben
সুরমা মেইলঃ দীর্ঘদিনের সম্পর্কের অবসান ঘটিয়ে এ বছর বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন অভিনেত্রী জেনিফার গারনার এবং অভিনেতা বেন অ্যাফ্লেক। সম্প্রতি হলিউড লাইফের একটি প্রতিবেদনে জানা গেছে, চতুর্থ সন্তান আশা করছেন এই তারকা দম্পতি। কিন্তু খবরটি সঠিক নয়।

৪৩ বছর বয়সী জেনিফারের এক প্রতিনিধি সন্তান বিষয়ক গুজব অস্বীকার করেছেন।

তিনি বলেন, ‘এ কথা সত্য নয়। চতুর্থ সন্তান আশা করছেন না জেনিফার এবং তারা তাদের বিবাহ বিচ্ছেদও বাতিল করছেন না।’

উল্লেখ্য, দশ বছর সংসার করার পর চলতি বছরের জুন মাসে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন জেনিফার-বেন। সন্তানদের দেখাশোনা করার জন্য সম্পর্ক শেষ হয়ে যাওয়া সত্ত্বেও একই সম্পত্তির দুই বাসায় আলাদা আলাদা থাকছেন তারা।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com