কোপার কোয়ার্টারে কে কার কোপার কোয়ার্টারে

প্রকাশিত: ৩:৪১ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০১৬

কোপার কোয়ার্টারে কে কার কোপার কোয়ার্টারে

Manual1 Ad Code

images (1)

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার গ্রপ পর্বের ম্যাচ শেষ হয়েছে। সামনে অপেক্ষা করছে কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার ফাইনালের লাইনআপও এখন চূড়ান্ত। আগেই সাতটি দল শেষ আটে নাম লেখায়। বুধবার পানামাকে হারিয়ে শেষ টিম হিসেবে কোয়ার্টার নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চিলি। আর বলিভিয়াকে হারিয়ে শেষ আটে উঠে মেসিরা।

সেমিতে ওঠার লড়াইয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে  ‘বি’ গ্রুপ রানারআপ ইকুয়েডর। দ্বিতীয় কোয়ার্টারে ‘বি’ গ্রুপের শীর্ষে থাকা পেরুর বিপক্ষে মাঠে নামবে গ্রুপ ‘এ’র রানারআপ কলম্বিয়া।

Manual2 Ad Code

একইভাবে শতভাগ জয়ে ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা চ্যালেঞ্জের মুখে পড়বে  ‘সি’ গ্রুপের রানারআপ ভেনেজুয়েলা। শেষ টিম হিমেবে সেমিতে পা রাখার লক্ষ্যে মেক্সিকোকে মোকাবেলা করবে চিলিয়ানরা।

Manual7 Ad Code

এক নজরে কোয়ার্টার ফাইনালের সময়সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)

Manual8 Ad Code

১৭ জুন – যুক্তরাষ্ট্র বনাম ইকুয়েডর (সকাল সাড়ে ৭টায়)।

১৮ জুন – পেরু বনাম কলম্বিয়া (সকাল ৬টা)।

১৯ জুন – আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা (ভোর ৫টা)।

Manual5 Ad Code

১৯ জুন – মেক্সিকো বনাম চিলি (সকাল ৮টা)।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code