সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪
সীমান্তে পাওয়া মৃত নিহত আশরাফ উদ্দিন। ছবি : সংগৃহীত
কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে আশরাফ উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধ বাংলাদেশির লাশ পাওয়া গেছে। বুধবার (০৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে কোম্পানীগঞ্জে সীমান্তের ওপারে ওই বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
পরে বিকেল সোয়া ৪টার দিকে বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের উপস্থিতিতে নিয়ম অনুযায়ী মরদেহ হস্তান্তর করা হয়। সীমান্তের পাহাড় থেকে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
নিহত আশরাফ উদ্দিন (৬৫) কোম্পানীগঞ্জের কালাইরাগ সীমান্ত এলাকার বাটরা গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, আশরাফ প্রায়ই সীমান্তের ওপারে গিয়ে কাঠ কেটে নিয়ে আসতেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালেও এভাবে তিনি কাঠ আনতে ওপারে যান, কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাতেও আর বাড়ি ফেরেননি। বুধবার সকাল ৯টার দিকে স্থানীয়রা কালাইরাগ সীমান্তের ১২১৫ নং পিলারের (ভারতের) অভ্যন্তরে আশরাফের নিথর দেহ পড়ে থাকতে দেখে তার পরিবারের সদস্যদের খবর দেন।
ওই বৃদ্ধের মরদেহের পাশে কাঠের বোঝা পড়েছিলো। পরে খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে যায়। বিকেল সোয়া ৪টার দিকে ওই দেশের পুলিশ মরদেহটি হস্তান্তর করে। এ সময় বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) বলেন, প্রাথমিক তথ্য মতে; ওই বৃদ্ধ পাহাড় থেকে পড়ে মারা গেছেন। নিহতের শরীরে গুলি বা আঘাতের কোনো চিহ্ন নেই। নিয়ম অনুযায়ী মরদেহ হস্তান্তর করা হয়েছে
(সুরমামেইল/এসএম)
Design and developed by ওয়েব হোম বিডি