কোম্পানীগঞ্জে বালুর ট্রাক ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, আহত ৫

প্রকাশিত: ১:৩৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২৫

কোম্পানীগঞ্জে বালুর ট্রাক ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, আহত ৫

Manual3 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
সিলেটে কোম্পানীগঞ্জে পুলিশের চেকপোস্টে বালুর ট্রাক ছিনিয়ে নিতে শ্রমিক নেতার নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে। এতে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।

 

Manual8 Ad Code

রোববার (৫ অক্টোবর) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সামনে পুলিশ চেকপোস্টে এ ঘটনা ঘটে। ট্রাক ও বাস শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি মাহফুজ আহমদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

 

আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই আব্দুল হামিদ, কনস্টেবল আজিজুর রহমান, দীপংকর হাজং, শহীদ আহমেদ ও মাসেক মিয়া। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, কোম্পানিগঞ্জ থানা পুলিশের নিয়মিত চেকপোস্টের কার্যক্রম চলাকালে যথাযথ কাগজপত্র না থাকায় একটা বালুবাহী ট্রাক আটক করা হয়। ট্রাক ও বাস শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি মাহফুজসহ দুজন বাস শ্রমিক ঘটনাস্থলে এসে পুলিশের সঙ্গে বিতণ্ডায় জড়ান। পরে তারা চেকপোস্টে কর্তব্যরত পুলিশ সদস্যদের লাঞ্ছিত করেন, কাজে বাধা দেন এবং আটক ট্রাকটি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যান। এ সময় ডিউটিরত পাঁচ পুলিশ সদস্যের উপর হামলা চালান। সে সময় আটক ট্রাকটিও তারা ছিনিয়ে নিয়ে যায়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

Manual8 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি মো. রতন শেখ পিপিএম।

 

তিনি বলেন, পুলিশের চেকপোস্টে বালুর ট্রাক ছিনিয়ে নিতে শ্রমিক নেতা মাহফুজ আহমদের নেতৃত্বে ২ বাস ভর্তি লোকজন এসে আমাদের ৫ পুলিশের ওপর হামলা চালান। তারা গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৭০ জনকে আসামি করে পুলিশ মামলা করেছে। তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

 

(সুরমামেইল/এসএম)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code