কোম্পানীগঞ্জ পাথর কোয়ারি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৬

কোম্পানীগঞ্জ পাথর কোয়ারি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের কোম্পানীগঞ্জে পাথর কোয়ারি থেকে জামাল উদ্দিন (৩০) নামে ১ যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল ৯টায় খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। নিহত যুবক উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের লামাগ্রামের জালাল মিয়ার ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েছ আলম বলেন, রোববার রাতে দুর্বৃত্তরা জামাল উদ্দিনকে হত্যার পর মৃতদেহ বাড়ির পার্শ্ববর্তী উৎমাছড়া পাথর কোয়ারিতে ফেলে রেখে যায়। স্থানীয়রা সকালে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মৃতদেহ ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

পুলিশের ধারণা লাঠি দিয়ে পিঠিয়ে ওই যুবককে হত্যা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com