সিলেট ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৫ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০১৬
স্পোর্টস ডেস্ক : অবিশ্বাস্য ফর্মে রয়েছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি।ক্রিকেটে যেকোনও ধরনের বিশ্ব একাদশ গড়লে অবধারিতভাবে ভারতের টেস্ট অধিনায়কের নাম চলে আসে। কিন্তু নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলামের বেছে নেওয়া সর্বকালের সেরা একাদশে জায়গা পাননি ১৮ নম্বর জার্সিধারী ক্রিকেটার। এমনকি সেই একাদশে সুযোগ মেলেনি ‘ক্যাপ্টেন কুল’ মহেন্দ্র সিং ধোনিরও।
নিজের সেরা একাদশে ক্যারিবিয়ান মায়েস্ত্রো ভিভ রিচার্ডসকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন ম্যাককুলাম। দলটির দুই ওপেনার ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও মাস্টার ব্লাষ্টার শচীন টেন্ডুলকার। ওয়ান ডাউনের গুরুত্বপূর্ণ পজিশনে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, চার নম্বরে ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারা, পাঁচ নম্বরে ব্যাট হাতে নামবেন অধিনায়ক ভিভ রিচার্ডস। অলরাউন্ডার কোটায় ভাগ্যের শিঁকে ছিড়েছে জ্যাক ক্যালিসের। আর উইকেটকিপার হিসেবে বেছে নেওয়া হয়েছে অ্যাডাম গিলক্রিস্টকে।
বোলিং ত্রিফলা হিসেবে বেছে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার মিশেল জনসন ও নিউজিল্যান্ড জোড় টিম সাউদি ও ট্রেন্ট বোল্টকে। আর দলের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার শেন ওয়ার্ন। চলতি সময়ের উল্লেখযোগ্য নামগুলোর মধ্যে বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স ওই তালিকায় জায়গা করে নিতে পারেননি।
ম্যাককুলামের সর্বকালের সেরা একাদশ:
১. ক্রিস গেইল ২. শচীন টেন্ডুলকার ৩. রিকি পন্টিং ৪. ব্রায়ান লারা ৫. ভিভ রিচার্ডস (অধিনায়ক) ৬. জ্যাক ক্যালিস ৭. অ্যাডাম গিলক্রিস ৮. মিশেল জনসন ৯. শেন ওয়ার্ন ১০. টিম সাউদি ১১. ট্রেন্ট বোল্ট।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি