কোয়ার্টার ফাইনালে শ্রীলংকান যুবারা

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৬

কোয়ার্টার ফাইনালে শ্রীলংকান যুবারা

600

স্পোর্টস ডেস্ক : আইসিসি অনূর্ধ্ব-১৯ আফগানিস্তানকে মাত্র ১৮৫ রানের লক্ষ্য ছূঁড়ে দিয়েও ৩৩ রানের জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করে ১১ বল বাকি থাকতেই ১৮৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। জবাবে খেলতে নেমে আফগানিস্তান ৩১ বল বাকি থাকতে ১৫১ রানে অলআউট হয়। এই জয়ে দুই টানা দুই ম্যাচ জিতে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার নিশ্চিত হল শ্রীলঙ্কার।

আফগানদের বোলিং আশাব্যঞ্জক হলেও ব্যাটিং ছিল হতাশারই। দুজন মাত্র ব্যাটসম্যান উল্লেখযোগ্য রান করতে সক্ষম হন। ১৫ রানে প্রথম ব্যাটসম্যান হিসেবে নাবিদ উবায়েদ আউট হন। এরপরই নিয়মিত বিরতিতে উইকেট পতন হয় আফগানদের। ব্যতিক্রম ছিলেন শুধু দুই ব্যাটসম্যান ওয়াহিদুল্লাহ শাফাক ও করিম জানাক।

শাফাক ৪৭ বল মোকাবেলা করে চারটি চার ও তিনটি ছক্কার মারে করেন ৪৭ রান। আর জানাত ৪০ রান করলেও বাউন্ডারি বিহীন ইনিংসে খেলেন ১০৩ বল। এছাড়া দুই অঙ্ক ছূঁয়েছেন কেবল ইহসানউল্লাহ (২৩)। কামিন্ডু মেন্ডিস তিনটি এবং আসালাঙ্কা ও সিলভা নেন দুটি করে উইকেট।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com