ক্যাটরিনাকে হটিয়ে এবার জ্যাকি চ্যানের নায়িকা হচ্ছেন ইলেনা ডি ত্রুক্রজ

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৫

ক্যাটরিনাকে হটিয়ে এবার জ্যাকি চ্যানের নায়িকা হচ্ছেন ইলেনা ডি ত্রুক্রজ
ileana
সুরমা মেইলঃ ক্যাটরিনাকে হটিয়ে এবার জ্যাকি চ্যানের নায়িকা হচ্ছেন ইলেনা ডি ত্রুক্রজ। এর আগে মলি্লকা শেরওয়াত অভিনয় করেছিলেন এশিয়ার এ তারকা ও অ্যাকশন হিরোর সঙ্গে। এর আগে ‘কুংফু যোগা’ নামের এ ছবিতে অভিনয়ের কথা ছিল ক্যাটরিনা কাইফের। কিন্তু হঠাৎ করেই বাদ দিয়ে নতুন নায়িকা নেওয়ার সিদ্ধান্ত নেন পরিচালক। সম্প্রতি শোনা গেছে, এতে জ্যাকি চ্যানের বিপরীতে অভিনয় করছেন ইলেনা। তবে মনোমালিন্য নয়, মূলত সিডিউল সমস্যার কারণেই পিছিয়ে যান ক্যাটরিনা। ফলে প্রস্তাব পান ইলেনা। আর এমন সুযোগ পাওয়ামাত্রই সম্মতি জানিয়েছেন তিনি। এর আগে ‘দ্য মিথ’ নামের একটি ছবিতে বলিউডের অভিনেত্রী মলি্লকা শেরওয়াতের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি।

তবে পরিচালক জানান, ‘কুংফু যোগা’ ছবিতে ইলেনার চরিত্রটি পুরো ভিন্ন। এতে নাকি স্টান্ট করতেও দেখা যাবে এ অভিনেত্রীকে।

উল্লেখ্য, ‘কুংফু যোগা’ ছবিটি আসছে বছরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে বলিউড থেকে ইলেনা ছাড়াও খলচরিত্রে অভিনয় করবেন সোনু সুদ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com