ক্যাটরিনার চুলের রঙ লাল খরচাগেলো ৫৫ লাখ রুপি

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৬

ক্যাটরিনার চুলের রঙ লাল খরচাগেলো ৫৫ লাখ রুপি

katrina

স্পোর্টস ডেস্ক : ক্যাটরিনা কাইফ ব্যস্ত ‘ফিতুর’-এর প্রচারণা নিয়ে। কালো ও বাদামী ছেড়ে চুলে লাল রঙ করে একেবারে কিলার লুকে হাজির হয়েছেন ক্যাট। নতুন লুকের ক্যাটকে ভক্তরা ভালোবেসে ‘অগ্নিকন্যা’ বলেও সম্বোধন করছেন।

গত বছর কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় তার চুলের রঙ প্রথম দেখা যায়। তখন থেকেই চুলের নতুন রঙ নিয়ে শুরু হয় আলোচনা। তবে নতুন খরব হলো, চুলের এই পরিবর্তনের জন্য ৫৫ লাখ রুপি খরচ করতে হয়েছে বলিউডের এই অভিনেত্রীকে।

সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা যায়, লন্ডনভিত্তিক চুলের সৌন্দর্য বিশেষজ্ঞকে দিয়ে নিজের চুলের এই নতুন রূপ দিয়েছেন ৩২ বছর বয়সী ক্যাটরিনা।

অভিষেক কাপুর পরিচালিত ‘ফিতুর’ মুক্তি পাবে আগামী ১২ ফেব্রুয়ারি। এতে ক্যাটরিনার সহশিল্পী আদিত্য রাই কাপুর।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com