সিলেট ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৬
বিনোদন ডেস্ক :: অভিনয় তাঁদের পেশা। নেশাও বটে। তাই চিত্রনাট্যের দাবি মেনে ক্যামেরার সামনে নিজেদের নগ্ন করতেও তাঁরা পিছ-পা হননি। ছবিতে দেখুন এমন সাহসী পদক্ষেপ নেওয়া কয়েকজন বাঙালি অভিনেত্রীকে।
২০১৪-এ মুক্তিপ্রাপ্ত ‘কসমিক সেক্স’-এ ক্যামেরার সামনে নগ্ন হয়ে অভিনয় করেছেন তিনি।
২০১০ এ মুক্তি পাওয়া ‘গাণ্ডু’তেও ঋ-কে এমন সাহসী ভূমিকায় দেখা গিয়েছিল।
কমলিকা বন্দ্যোপাধ্যায়। ‘গাণ্ডু’তে ক্যামেরার সামনে নগ্ন হয়েছিলেন।
‘গাণ্ডু’তে ব্যাক ন্যুডিটি দেখিয়েছিলেন নায়িকা।
পাওলি দাম। ২০১১-এ মুক্তিপ্রাপ্ত ‘ছত্রাক’-এ নায়িকার ফ্রন্টাল ন্যুডিটি শুট হয়েছিল।
বিমু্ক্তি জয়সুন্দর পরিচালিত ‘ছত্রাক’-এ অনুব্রতর সঙ্গে পাওলির নগ্ন শয্যাদৃশ্য নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল।
২০১০ এ মুক্তি পেয়েছিল ‘গাঙ্গোর’। সেখানে এক সাঁওতালি মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন প্রিয়ঙ্কা বসু। যেখানে শিশুকে স্তন্যপান করানোর সময় নগ্ন হতে হয়েছিল তাঁকে।
‘ব্যান্ডিট কুইন’-এ সীমা বিশ্বাসের নগ্ন হয়ে নদী পেরিয়ে জল আনতে যাওয়ার দৃশ্য ঝড় তুলেছিল ছবির দুনিয়ায়।
আর্ট কলেজে ন্যুড মডেলের ভূমিকায় ‘পরম্পর’ ছবিতে অভিনয় করেছিলেন শুভ্রা বসু।
২০০৩-এর এই ছবির একটি দৃশ্যে সম্পূর্ণ নগ্ন হয়েছিলেন শুভ্রা।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি