ক্যাম্পাস আ্যাম্বাসেডর খুঁজছে ইয়াভ

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, মে ১৭, ২০২৩

ক্যাম্পাস আ্যাম্বাসেডর খুঁজছে ইয়াভ

অতিথি প্রতিবেদক :
গ্রাম হতে গ্রামান্তরে এবং ক্যাম্পাস পর্যায়ে নারী সহিংসতা প্রতিরোধের বার্তা পৌঁছে দিতে ক্যাম্পাস আ্যাম্বাসেডর খুঁজছে ইয়াভ। সম্প্রতি নারী সহিংসতা প্রতিরোধে মোবাইল আ্যাপ ইয়াভের আত্মপ্রকাশ ঘটেছে। বিভিন্ন উদ্ভাবনী উপায়ে সেবা প্রদান করছে ইয়ং রেঞ্জার্সরা। বর্তমানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পাস পর্যায়ে সচেতনমূলক ক্যাম্পেইন শুরু করেছে ইয়াভ।

 

উদ্ভাবনী এই উদ্যোগের পরিকল্পনাকারী এবং ইয়াভ প্রতিষ্ঠাতা রোহিত রায় জানান, তারুণ্যের শক্তিকে বেগবান করতে এবং নারীর প্রতি সহিংসতা রুখতে তাঁরা গ্রাম হতে গ্রামান্তরে ছুটে চলবেন এবং ক্যাম্পাসভিত্তিক এই কার্যক্রম অব্যাহত রাখবেন।

 

ইয়াভের সহ প্রতিষ্ঠাতা জান্নাতুল করিম শুচি জানান, ক্যাম্পাস আ্যাম্বাসেডর এর আবেদন প্রক্রিয়া ৩১ মে পর্যন্ত অব্যাহত থাকবে এবং আবেদনকারীরা www.yavbd.org/car-2023 ভিজিট করে আবেদন করতে পারবে।

 

স্মার্ট বাংলাদেশে গড়ার প্রত্যয়ে ইয়াভ আ্যাপ কাজ করছে দূর্বার গতিতে। আর যেন ধর্ষন, হত্যা, বাল্যবিবাহের শিকার না হতে হয় কোন মা বোনকে সেই লক্ষ্যে এগিয়ে চলেছে আজকের ইয়াভ।

 

দেশ ও জাতির কল্যাণে ইয়াভ সর্বদা সচেষ্ট থাকবে এবং বাংলাদেশকে একটি নারী সহিংসতা মুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন ইয়াভ প্রতিষ্ঠাতা রোহিত রায়।

 

(সুরমামেইল/আরআর)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com