ক্রিকেটার রাজিন মেইউ’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর

প্রকাশিত: ৪:১৯ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০১৬

ক্রিকেটার রাজিন মেইউ’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর

Rajin-Syl

সুরমা মেইল নিউজ : সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির সিনিয়র সহকারী পরিচালক (স্পোর্টস) এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহ আলম। বৃহস্পতিবার ইউনিভার্সিটির ডিরেক্টর (প্রশাসন) তারেক ইসলামের কাছ থেকে তিনি এই দায়িত্ব ও নিয়োগ পত্র বুঝে নেন।

ইউনিভার্সিটির ডিরেক্টর(প্রশাসন) তারেক ইসলাম জানান, পড়ালেখার পাশাপাশি মেট্রোপলিটন ইউনিভার্সিটি খেলাধুলোতেও এগিয়ে যেতে চায়। ইতিমধ্যে টিম মেট্রোপলিটন ক্রিকেট এবং ফুটবলে জাতীয় পর্যায়ে খেলে অনেক সম্মান বয়ে এনেছে।

তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং তারকা ক্রিকেটার রাজিন সালেহর নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com