ক্রিকেট বাজি, ৩০ পৃষ্ঠার সুইসাইড নোট, অতঃপর আত্মহত্যা!

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, মে ১২, ২০১৬

ক্রিকেট বাজি, ৩০ পৃষ্ঠার সুইসাইড নোট, অতঃপর আত্মহত্যা!
India

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লি শহরে পার্লামেন্ট ভবনের পাশে গাছের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে এক ব্যক্তি। বৃহস্পতিবার (১২ মে) স্থানীয় সময় সকাল ৭টায় ওই ব্যক্তির ঝুলন্ত লাশ দেখতে পায় পুলিশ। কঠোর নিরাপত্তা বেষ্টিত ওই এলাকায় এ ধরনের ঘটনা কিভাবে ঘটল তা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ওই ব্যক্তির পরনে ছিল নীল শার্ট, জিন্স এবং পায়ে স্নিকার্স।

ওই ব্যক্তির পরিচয় জানতে পেরেছে পুলিশ। পুলিশের একটি সূত্র জানিয়েছে- ওই ব্যক্তির নাম রাম দয়াল বার্মা। তার বয়স ৩৯ বছর। সে মধ্য প্রদেশের শিবপুর শহরের বাসিন্দা। পুলিশ ঘটনাস্থল থেকে ২৩ পাতার একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। ওই নোটে লেখা ছিল ক্রিকেট নিয়ে বাজি ধরে দয়াল ঋনের দায়ে জর্জরিত হয়ে পড়েন। তার মৃতদেহের পাশ থেকে একটি ব্যাগও উদ্ধার করেছে পুলিশ। চার সন্তানের পিতা রাম দয়াল বুধবার দিল্লি এসেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পার্লামেন্ট ভবনের আশে পাশে সব সময় কড়া নিরাপত্তা থাকে। বিশেষ করে প্রেসিডেন্টের বাসভবনের আশেপাশে সব সময় কড়া নজরদারি থাকে। এত নিরাপত্তার মাঝে এ ধরনের একটি ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হচ্ছে। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com