সিলেট ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৬
সুরমা মেইল নিউজ :: কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে নৃশংস ভাবে হত্যার চেষ্টা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম।
বুধবার বিকেলে সিলেট অতিরিক্ত মহানগর মুখ্য হাকিম উম্মে শারাবান তহুরার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বদরুল।
আদালতের এসি (প্রসিকিউশন) তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,‘বদরুল আদালতে খাদিজা বেগম নার্গিসকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর দায় স্বীকার করেন। আদালত তার জবানবন্দী গ্রহণ করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।’
এর আগে দুপুরে হাসপাতাল থেকে বদরুলকে নিজেদের জিম্মায় নেয় শাহপরান থানা পুলিশ। পরে কড়া নিরাপত্তায় পুলিশ ভ্যানে করে আদালতে হাজির করা হয় তাকে।
থানায় পুলিশের কাছে স্বীকার করেছে, প্রেম প্রত্যাখান করায় খাদিজাকে হত্যার উদ্দেশ্যে এই আক্রমণ চালিয়েছে সে। ২৬০ টাকা দিয়ে ওই দিন দুপুর সাড়ে ১২টার সময় চাপাতিটি কিনে বদরুল।
উল্লেখ্য, সিলেট সরকারী কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের খাদিজা আক্তার নার্গিসকে গত সোমবার বিকেলে সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে খাদিজার চিকিৎসা চলছে। অপারেশনের পর চিকিৎসকরা তাকে ৭২ ঘন্টার পর্যবেক্ষণে রেখেছেন।
ঘটনার পরপরই অন্যান্য শিক্ষার্থীরা বদরুলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। আটককৃত বদরুল শাবির ২০০৮-০৯ সেশনের অর্থনীতি বিভাগের অনিয়মিত শিক্ষার্থী এবং শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক। মঙ্গলবার সন্ধ্যায় তাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে শাবি প্রশাসন।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি