খাদিজাকে হত্যার চেষ্টা: কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৬

খাদিজাকে হত্যার চেষ্টা: কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

download

সুরমা মেইল ডেস্ক :: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এমসি কলেজ ক্যাম্পাসে সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে নির্মম ভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করছে শাবি ছাত্র বদরুল আলম। এ ঘটনায় তাকেসহ কাউকে ছাড় দেওয়া হবে না। প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে মুখোমুখি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে সংগঠনের সভাপতি শ্যামল সরকারের সভাপতিত্বে প্রধান তথ্য কর্মকর্তা শামীম চৌধুরী ও বিএসআরএফ সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানসহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com