খাদিজাকে হত্যা চেষ্টায় জড়িত বদরুল ছাত্রলীগের কেউ নয় : জাকির

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৬

খাদিজাকে হত্যা চেষ্টায় জড়িত বদরুল ছাত্রলীগের কেউ নয় : জাকির

download-1

সুরমা মেইল ডেস্ক :: সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে সরকারী মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় জড়িত শাবিপ্রবির ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম বাংলাদেশ ছাত্রলীগের কেউ নয় বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন।

মঙ্গলবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ছাত্রলীগ নেতা বদরুলের কোপে গুরুতর আহত খাদিজা বেগম নার্গিসকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ছাত্রলীগের গঠনতন্ত্রে লেখা আছে কোনও কর্মী কাজে যোগ দিলে ও বিয়ে করলে তার সদস্যপদ অটোমেটিক বাতিল হয়ে যায়।

জাকির হোসেন বলেন, আপনারা এরই মধ্যে দেখেছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এক প্রেস রিলিজে বলা হয়েছে, বদরুল বিশ্ববিদ্যালয়ের কোনও কর্মকাণ্ডে যুক্ত নয়। সে বর্তমানে সুনামগঞ্জের ছাতকের আলহাজ্ব আয়াতুর রহমান উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত রয়েছে। সুতারাং সে গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রলীগের কর্মী নয়।

তিনি আরও বলেন, আমরা বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। নার্গিসের পরিবারের কোনও সহযোগিতার প্রয়োজন হলে আমরা আছি। এমনকি বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করার ক্ষেত্রে দরকার হলে তাকে আমরা সাহায্য করবো। আর কারও ব্যক্তিগত কর্মের দায়ভার ছাত্রলীগ নেবে না।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com