সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে সরকারী মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় জড়িত শাবিপ্রবির ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম বাংলাদেশ ছাত্রলীগের কেউ নয় বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন।
মঙ্গলবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ছাত্রলীগ নেতা বদরুলের কোপে গুরুতর আহত খাদিজা বেগম নার্গিসকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ছাত্রলীগের গঠনতন্ত্রে লেখা আছে কোনও কর্মী কাজে যোগ দিলে ও বিয়ে করলে তার সদস্যপদ অটোমেটিক বাতিল হয়ে যায়।
জাকির হোসেন বলেন, আপনারা এরই মধ্যে দেখেছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এক প্রেস রিলিজে বলা হয়েছে, বদরুল বিশ্ববিদ্যালয়ের কোনও কর্মকাণ্ডে যুক্ত নয়। সে বর্তমানে সুনামগঞ্জের ছাতকের আলহাজ্ব আয়াতুর রহমান উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত রয়েছে। সুতারাং সে গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রলীগের কর্মী নয়।
তিনি আরও বলেন, আমরা বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। নার্গিসের পরিবারের কোনও সহযোগিতার প্রয়োজন হলে আমরা আছি। এমনকি বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করার ক্ষেত্রে দরকার হলে তাকে আমরা সাহায্য করবো। আর কারও ব্যক্তিগত কর্মের দায়ভার ছাত্রলীগ নেবে না।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি