খাদিজার উপর হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৬

খাদিজার উপর হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে: শিক্ষামন্ত্রী

images

সুরমা মেইল ডেস্ক :: সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে নিমর্ম ভাবে আহত করার ঘটনাকে কাপুরুষোচিত, বর্বরোচিত ও ন্যাক্কারজনক ঘটনা বলে আখ্যায়িত করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। এটাকে তিনি নৈতিকতার চরম অবক্ষয় বলে মনে করেন।

তিনি বলেন, এ ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই। প্রকাশ্যে বদরুল যে ঘটনা ঘটিয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। সে যেই হোক- যে দলের হোক তাকে রেহাই দেয়া হবে না।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি এই ঘটনার পর প্রশাসন ও খাদিজার পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন। শিক্ষামন্ত্রী সিলেট-এর পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসকের সাথে ফোনে কথা বলে দুষ্কৃতিকারী বদরুল-এর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার নির্দেশ দেন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি টেলিফোনে খাদিজার চাচা কাইয়ুমসহ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। তিনি তাদেরকে আশ্বস্থ করেন সরকার খাদিজার পরিবারের সাথে আছে, থাকবে- তাদেরকে সব ধরনের সহযোগিতা ও নিরাপত্তা প্রদান করা হবে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি সাহসিকতার সাথে যে সকল ছাত্র খাদিজার উপর হামলাকারী বদরুলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। পাশাপাশি প্রশাসনকেও ধন্যবাদ জানান সময়োযোগী ব্যবস্থা গ্রহণ করার জন্য।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com