খাদিজার নামে হবে রাস্তার নামকরণ

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৬

খাদিজার নামে হবে রাস্তার নামকরণ

31186

নিজস্ব প্রতিনিধি :: ছাত্রলীগ নেতা বদরুল আলমের চাপাতির কোপে গুরুতর আহত কলেজ ছাত্রী খাদিজার গ্রামের বাড়িতে গেছেন সিলেট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান।

সোমবার বিকেলে সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের হাউসা গ্রামে কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসের বাড়িতে যান এবং তার পরিবারের সদস্যদের সমবেদনা ও সান্ত্বনা দেন তিনি।

খাদিজার বাবাকে আশ্বস্ত করে জেলা পরিষদের প্রশাসক বলেন, যতদ্রুত সম্ভব সন্ত্রাসী বদরুলের বিচার সম্পন্ন করা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী খুবই আন্তরিক।

খাদিজার বাড়িতে যাওয়ার রাস্তাটিতে কাঁচা থাকায় মোগলাগাঁও ইউপি চেয়ারম্যান মো. হিরণ মিয়া রাস্তাটি পাকাকরণের প্রস্তাব দিলে জেলা পরিষদ প্রশাসক রাস্তাটি পাকাকরণসহ খাদিজার নামে নামকরণের ঘোষণা দেন এবং শিগগিরই রাস্তাটির কাজ শুরু করা হবে বলেও জানান।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক সুজাত আলী রফিক, মোগলাগাঁও ইউপি চেয়ারম্যান মো. হিরণ মিয়া, কান্দিগাঁও ইউপি চেয়ারম্যান ও সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, মহানগর যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আমির আহমদ মোস্তফা, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মুবাশ্বির আলী, মোগলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নূর ইসলাম ও খাদিজার বাবা মাসুক মিয়া ও ভাই শাহিন আহমদ।

উল্লেখ্য, গত (৩ অক্টোবর) সোমবার  সিলেট সরকারী মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস এমসি কলেজ থেকে পরীক্ষা দিয়ে ফেরার পথে ক্যাম্পাসের পুকুর পাড়ে চাপাতি দিয়ে নৃশংসভাবে কুপিয়ে আহত করে শাবি ছাত্র ও ছাত্রলীগ নেতা বদরুল আলম। বর্তমানে রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসা চলছে খাদিজার।

এ ঘটনার পরই ছাত্ররা বদরুলকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে খাদিজার চাচা বাদি হয়ে দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।  আদালতে এ ঘটনায় ১৬৪ধারায় স্বীকারোক্তিও দিয়েছে বদরুল।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com