সিলেট ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০১৬
নিজস্ব প্রতিবেদক :: খাদিজা হত্যা চেষ্টার ঘটনায় আন্দোলনরত দুই ছাত্রী ফজিলাতুন্নেসা ও সানজিদা নাহিদ সুলতানাকে হত্যার হুমকির অভিযোগ সপ্তম শ্রেণির এক ছাত্রকে আটক করেছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার রাতে কোতোয়ালি থানার সহকারী কমিশনার মো. নুরুল হুদা আশরাফীর নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হুমকি দাতা জসিম উদ্দিন রাজারগাঁও উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং জালালাবাদ থানার শিবেরবাজার এলাকার বাগইল গ্রামের আব্দুন নূরের ছেলে।
শুক্রবার রাত সোয়া ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার সহকারী কমিশনার আশরাফী। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত জসিম তার বাবার সামনে পুলিশের কাছে হুমকি দেয়ার বিষয়টি স্বীকার করেছে বলেও আশরাফী উল্লেখ করেন। তবে, হামলাকারী বদরুলের কোনো আত্মিয় নয় বলে জানা গেছে।
উল্লেখ্য, সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে আহত করার ঘটনায় ছাত্রলীগ নেতা বদরুলের ফাঁসির দাবিতে উত্তাল সিলেট। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একই দাবি নিয়ে সড়ক অবরোধ করেছিলো। এই আন্দোলনকারীদের অগ্রভাগে ছিলেন সিলেট মহিলা কলেজ ছাত্রী ফজিলাতুন্নেসা ও সানজিদা নাহিদ সুলতানা।
গত বৃহস্পতিবার মোবাইলফোনে তাদের দুজনকে হত্যার হুমকি দেওয়া হয়। সিলেট সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান হুমকির বিষয়টি নিশ্চিত করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র ফজিলাতুন্নেসা নগরীর চৌহাট্টায় খাদিজার উপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ পালনকালে বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তার মায়ের মোবাইলে একটি অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। ফোনে আন্দোলন থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়ে বলা হয়, অন্যথায় খাদিজার মতো একই অবস্থা করা হবে। হুমকির পর ফজিলাতুন্নেসার পরিবারের লোকজনের মধ্যে উৎকণ্ঠা ও ভয় কাজ করে।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি