খাদিমপাড়ায় প্রবাসীর বাসাসহ দু’টি বাসায় ডাকাতি, আটক ১

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৬

খাদিমপাড়ায় প্রবাসীর বাসাসহ দু’টি বাসায় ডাকাতি, আটক ১

Dakat
সুরমা মেইল নিউজ : সিলেটে শহরতলীর খাদিমপাড়ার সৈয়দপুরে প্রবাসীর বাসাসহ একই ভবনের দু’টি বাসায় ডাকাতি হয়েছে। বুধবার ভোররাতে সাহেদ আহমদ ও জাহেদ আহমদের বাসায় এ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এ সময় নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুটে নেয়।

পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা জানান, ১৫/২০ জনের ডাকাতদল বাসার গেটের তালা ও দরজা ভেঙে ভবনের নিচ তলায় সাহেদ আহমদের বাসায় ঢুকে লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুটে নেয়। এরপর ওই বাসার নিচতলার লোকজনকেও অস্ত্রের মুখে জিম্মি করে বাসার দোতলার দরজা খুলে ওই বাসাতেও ডাকাতি করে।

এদিকে, ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় বাসার বাসিন্দাদের চিৎকার শুনে স্থানীয়রা ডাকাতদের ঘেরাও করে এক ডাকাতকে আটক করে পুলিশেদেয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা মামুন আহমেদ।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জনতা এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তার কাছ থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, লুট হওয়া মালামাল ও ডাকাতদের ধরতে চারিদিকে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com