খাদিমপাড়ায় ৬টিতে এগিয়ে আ. লীগের বিদ্রোহী আফসর

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, মার্চ ২২, ২০১৬

খাদিমপাড়ায় ৬টিতে এগিয়ে আ. লীগের বিদ্রোহী আফসর

download (6)

সুরমা মেইল নিউজ :  সিলেট সদর উপজেলার ৮টি ইউনিয়নে মঙ্গলবার ভোট গ্রহণ সমপন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষ হয়।এখনও চলছে ভোট গণনার কাজ ।

গণনা শেষে খাদিমপাড়া ইউনিয়নে দু’টি কেন্দ্রে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীক নিয়ে অ্যাডভোকেট আফসর এগিয়ে আছেন। এখন পর্যন্ত ৬টি কেন্দ্রে তিনি এগিয়ে আছেন।

তুরিয়ানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আফসর আহমদ (আনারস) পেয়েছেন ৬৬০টি, নজরুল ইসলাম বেলাল (আ.লীগ) নৌকা ৪৮৩টি , মো. ফারুক আহমদ (বিএনপি) ধানের শীষ ৪০৫টি ভোট পেয়েছেন।

চুরাবহর সরকারি প্রাথমিক বিদ্যালয় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আফসর আহমদ (আনারস) পেয়েছেন ৫৫৪টি, নজরুল ইসলাম বেলাল (আ.লীগ) নৌকা ৩০২টি , মো. ফারুক আহমদ (বিএনপি) ধানের শীষ ৩৭০টি ভোট পেয়েছেন।

শাহ সুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ্র আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আফসর আহমদ (আনারস) পেয়েছেন ৮৭০টি, নজরুল ইসলাম বেলাল (আ.লীগ) নৌকা ১৪টি , মো. ফারুক আহমদ (বিএনপি) ধানের শীষ ৫১৩টি ভোট পেয়েছেন।

শাহ গরম দেওয়ান রেজিস্ট্রার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আফসর আহমদ (আনারস) পেয়েছেন ৯০২টি, নজরুল ইসলাম বেলাল (আ.লীগ) নৌকা ৫২৯টি , মো. ফারুক আহমদ (বিএনপি) ধানের শীষ ৫২৫টি ভোট পেয়েছেন।

ইউনিয়নের আল আমিন জামেয়া স্কুল কেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আফসর আহমদ (আনারস) পেয়েছেন ৬২৩টি, নজরুল ইসলাম বেলাল (আ.লীগ) নৌকা ১৩২টি , মো. ফারুক আহমদ (বিএনপি) ধানের শীষ ২৭৮টি ভোট পেয়েছেন।

(বিস্তারিত আসছে)

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com