সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০২০
সিলেট : সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ অর্থবছরের ৪ কোটি ১৬ লক্ষ ৪৩ হাজার ৫শ’ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৯ জুন ) দুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে ইউপি কার্যালয়ে ইউপি সচিব আব্দুল খালিকের পরিচালনায় এ বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান এড. মো: আফছর আহমদ।
বাজেট ঘোষণাকালে চেয়ারম্যান আফছর আহমদ বলেন, করোনাভাইরাসের পরিস্থিতির কারনে এবার স্বল্প পরিসরে বাজেট পেশ করা হয়েছে।
চলমান এই মহামারীতে খাদিমপাড়াবাসীকে দাওয়াত করতে পারেননি এজন্য দুঃখ প্রকাশ করেছেন চেয়ারম্যান আফছর। তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণের এই সময় আমার ইউনিয়নবাসীর সুরক্ষার কথা চিন্তা করে কোনো আয়োজন ছাড়াই বাজেট ঘোষণা করেছি। ইনশাআল্লাহ আগামী বছর আপনাদের সবাইকে নিয়ে আবারো ইউনিয়নে বাজেট ঘোষণা করবো।
তিনি আশা ব্যাক্ত করে বলেন, এই বাজেটে আপনাদের আশা প্রত্যাশার প্রতিফলন ঘটবে। আপনাদের সবার সহযোগিতা নিয়ে ডিজিটাল ইউনিয়ন গড়তে কাজ করে যাবো।
এ সময়ে খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের সকল সদস্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
Design and developed by ওয়েব হোম বিডি