খালেদাকে ১৯ ডিসেম্বর আদালতে হাজিরার নির্দেশ

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৬

খালেদাকে ১৯ ডিসেম্বর আদালতে হাজিরার নির্দেশ

সুরমা মেইল ডেস্ক :: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার আসামি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে আগামী ১৯ ডিসেম্বর শেষ জজ আদালত-৩ এ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ওইদিন হাজিরা না দিলে খালেদা জিয়ার জামিন আবেদন বাতিল করা হবে বলেও জানান আদালত।

বৃহস্পতিবার সকালে বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জামাদার এ নির্দেশ দেন। এ সময় আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

এর আগে বুধবার রাতে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া গণমাধ্যমকে বলেন, বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ। তাই তিনি আত্মপক্ষের সমর্থনের অসমাপ্ত বক্তব্য দিতে আদালতে বৃহস্পতিবার যাবেন না।

৮ ডিসেম্বর ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দার পুনঃবিবেচনার আবেদন মঞ্জুর করে খালেদার অসমাপ্ত বক্তব্য দেয়ার জন্য ১৫ ডিসেম্বর দিন ধার্য করেন।

 

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com