খালেদার দুই আবেদন হাইকোর্টে খারিজ

প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, মে ১৫, ২০১৬

খালেদার দুই আবেদন হাইকোর্টে খারিজ

imagesসুরমা মেইল নিউজ : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার নথি তলব ও  তদন্ত কর্মকর্তার পূনঃস্বাক্ষ্যগ্রহণ চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা দুটি আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে বিচারিক আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

রবিবার (১৫ মে) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন, অ্যাডভোকেট খুরশিদ আলম খান। এর আগে গত ১০ মে উভয়পক্ষের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন হাইকোর্ট।

বিচার কাজ শেষ পর্যায়ে থাকা এ মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নিয়ে আপত্তি তুলে খালেদার আইনজীবীরা গত ১৭ এপ্রিল নতুন করে সাক্ষ্য গ্রহণ ও জেরার আবেদন করলে ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার তা নাকচ করে দেন।

এই আদেশ বাতিল চেয়ে ১৯ এপ্রিল হাইকোর্টে দুটি আবেদন করেন খালেদা জিয়া।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com