খালেদার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা খান জামালের নিন্দা

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০১৬

খালেদার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা খান জামালের নিন্দা

images

সুরমা মেইল নিউজ : খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আহাদ খান জামাল। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন আওয়ামীলীগ এবং বর্তমান অবৈধ সরকার রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ন হয়ে হয়রাণীর হীন উদ্দেশ্যে মামলায় জর্জরিত করছে। বিবৃতিতে  তিনি অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় এর পরিণতি ভয়াবহ হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com