সিলেট ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৪
সুরমামেইল ডেস্ক :
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মামলা হয়েছে। সেই মামলার আসামিদের তালিকায় বিনোদন অঙ্গণ থেকে অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেম, চিত্রনায়ক জায়েদ খান এবং অভিনেত্রী তানভিন সুইটির নামও রয়েছে।
রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন ব্যান্ড সংগীতশিল্পী আসিফ ইমাম। মামলায় মোট ৫৬ জনকে আসামি করা হয়েছে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবী বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।
২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনি প্রচারণায় গেলে রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়। দীর্ঘ ৯ বছর পর সেই ঘটনায় মামলা করলেন আসিফ ইমাম।
মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন- আওয়ামী লীগ নেতা শেখ সেলিম, শেখ হেলাল, কর্ণেল ফারুক খান, ফজলে নূর তাপস, নিক্সন চৌধুরী, সাইদ খোকন, সাবেক তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, সাংবাদিক শাবান মাহমুদসহ অনেকে।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনি প্রচারণার সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্রসহ তার গাড়িবহরে হামলা চালায়। এ সময় খালেদা জিয়ার গাড়িবহরের ১২-১৪টি গাড়ি ভাঙচুর করে, চারটি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতাকর্মীদের মারধর করেন।
এসময় খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আসামিরা ইট-পাথর নিক্ষেপ করলে সাধারণ পথচারীরাও আহত হয়।
অভিযোগে বাদীপক্ষ আরও উল্লেখ করেছে, আওয়ামী লীগের ১৪ দলীয় জোট এবং এর অঙ্গ-সংগঠনগুলোর ২০০-৩০০ জন নেতাকর্মী সশস্ত্র হয়ে দেশীয় অস্ত্র হাতে নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়। হামলার সময় আসামিরা মূল্যবান জিনিস নিয়ে জোরপূর্বক আটকিয়ে রেখে মুক্তিপণ দাবি করে।
উল্লেখ্য, এ মামলার বিনোদন অঙ্গণের চার আসামির মধ্যে জায়েদ খান, সাজু খাদেম এবং তানভিন সুইটি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। তবে অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে সেভাবে দলটির কোনো প্রচার-প্রচারণায় কখনো দেখা যায়নি।
(সুরমামেইল/এএইচএম)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি