সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৫
সুরমামেইল. ডেস্ক :: রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ও এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মােতায়েন করা হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের মিছিলকে কেন্দ্র করে এ সতর্ক অবস্থান নিয়েছেন তারা।
গুলশান থানা সূত্রে এ তথ্য জানা যায়, মুক্তিযুদ্ধ নিয়ে খালেদা জিয়া বক্তব্যকে কেন্দ্র করে তাকে গ্রেফতারের দাবিতে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল চেয়ারপারসনের গুলশান বাসভবন অভিমুখে যাওয়ার কর্মসূচি রয়েছে। এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে আজ (মঙ্গলবার) সকাল থেকে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ও এর আশপাশের রাস্তায় পুলিশ অবস্থান নিয়েছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে ঘাতক দালাল নিমূল কমিটির উদ্যোগে শত শত মানুষ খালেদার বাসা অভিমূখে রওয়ানা হলে পুলিশ তাদেরকে গুলশান দুই নম্বরে আটকে দেয়।
তবে এই কর্মসূচিকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা সৃষ্টি না হয় সে জন্য খালেদা বাসার সামনে ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের এক সমাবেশে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করেন খালেদা জিয়া। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়ার অভিযোগে ক্ষমতাসীনরা খালেদার বাড়ির সামনে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেন।
খালেদা জিয়া ওই সমাবেশে বলেন, “আজকে বলা হয় এত লাখ শহীদ হয়েছে, এটা নিয়েও অনেক বিতর্ক আছে। তিনি (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হত না।”
খালেদা জিয়ার এমন বক্তব্যের প্রতিবাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ও পুত্র সজীব ওয়াজেদ জয়ও এক ফেসবুক স্ট্যাটাসে খালেদা জিয়ার বাসার সামনে বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন।
গত শনিবার ফেসবুক পেজে জয় লেখেন, ‘আমি সবাইকে আহ্বান জানাচ্ছি খালেদা জিয়ার বাড়ির সামনে প্রতিবাদ জানাতে। বিএনপি এবং তাকে দেখান যে, তার পাকিস্তানি প্রভুরা এবং জামায়াতি পোষা গুণ্ডারা আমাদের ভাই ও বোনদের যেভাবে হত্যা করেছিল সেই স্মৃতি অপপ্রচার চালিয়ে মুছে ফেলা যাবে না।’
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি