খালেদা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত: মাহামুদ

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, মে ২, ২০১৬

খালেদা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত: মাহামুদ
ড.-হাছান-মাহমুদ

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহামুদ

সুরমা মেইল নিউজ : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহামুদ বলেছেন, খালেদা জিয়া দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। হরর মুভির নায়িকার মত তিনি পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেন। তার নৃশংসতার হাত থেকে জীব জন্তুও পর্যন্ত রক্ষা পায় না। জীবন্ত গরু ছাগলও তিনি পুড়িয়ে মেরেছেন।

সোমবার (০২ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার সভাকক্ষে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ কর্তৃক আয়োজিত গুপ্তহত্যা-খুন-অপকর্মের প্রতিবাদে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাছান মাহামুদ বলেন- দেশের মানুষের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি খালেদা জিয়া। তার বিরুদ্ধে সঠিক ব্যবস্থা গ্রহণ করলে মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে। খালেদা জিয়া পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন। তার বড় ছেলে তারেক রহমান দুর্নীতির বরপুত্র বলে পরিচিত হয়েছেন। খালেদা এতিমদের টাকা চুরি করেছে আর তারেক দেশের টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে। এখন খালেদা জিয়া তার নিজের ও ছেলের দুর্নীতি এবং অপকর্ম ঢাকার জন্য অন্যকে দুর্নীতিবাজ বলছেন।
আওয়ামী লীগের এ নেতা বলেন, কিছু কিছু রাষ্ট্র সবকিছুতেই বাংলাদেশে আইএসের ছায়া দেখতে পায়। কিন্তু এই আইএস ওই সব দেশের ওয়েব সাইটেই তাদের কার্যকলাপ প্রকাশ করে। আমেরিকা, ইংল্যান্ড, ফ্যান্সে বোমা হামলাকারীরা নিরাপত্তা রক্ষাকারীর হাতে নিহত হলে মানবাধিকার ক্ষুন্ন হয় না, বাংলাদেশে নিহত হলে তারা মানবাধিকারের কথা বলে উদ্বেগ প্রকাশ করে।
আয়োজক সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন টয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- সংসদ সদস্য ইস্রাফিল আলম, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, এম এ করিম, হাসিবুর রহমান মানিক প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com