সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০১৬
সুরমা মেইল নিউজ : যাত্রাবাড়ী থানায় দায়ের করা নাশকতা মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মামলার চার্জশিটে বলা হয়েছে, খালেদা জিয়া পলাতাক কিন্তু সারা দেশবাসী জানে তিনি পলাতক কিনা?
বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফখরুল এসব কথা বলেন।
ফখরুল বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিহত করতে আমরা আইনি লড়াই চালিয়ে যাবো। প্রয়োজনে আমরা কঠোর রাজনৈতিক কর্মসূচি দেবো। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করছি না। গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলন করে যাচ্ছি।
Design and developed by ওয়েব হোম বিডি