সিলেট ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৮ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০১৬
সুরমা মেইল নিউজ : খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, খালেদার ঐক্যের আহ্বান আন্তরিক নয়। তিনি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আর্মি স্টেডিয়ামে গেলে তার ঐক্যের আহ্বান সত্য প্রমাণ হতো। গতকাল সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘জঙ্গিবাদ নির্মূলে জেগে ওঠো বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি একথা বলেন।
কামরুল ইসলাম বলেন- খালেদা জিয়া ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন, সেটা ভালো কথা। কিন্তু তিনি সুযোগ হারিয়েছেন। কারণ আজ আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রীসহ সবাই যখন শ্রদ্ধা জানাতে গেছেন, খালেদা সেখানে না গিয়ে অন্য নেতাদের পাঠিয়েছেন।
তিনি বলেন- যারা সন্ত্রাসের সঙ্গে, জামায়াতের সঙ্গে চলাফেরা করে তাদের সঙ্গে কোনো ঐক্য নয়।
তিনি বলেন- যারা গুলশানে জঙ্গি হামলা করেছেন তারা সবাই ধনাঢ্য পরিবারের সন্তান, প্রগতিশীল পরিবারের সন্তান। তাদের পিতারা রাজনীতি করেন, ব্যবসা করেন, সন্তানদের প্রতি নজর দেওয়ার সময় পান না।
এই ঘটনার পর থেকে অভিভাবকেরা সচেতন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কামরুল ইসলাম বলেন, এতদিন নজর ছিল কওমি মাদ্রাসার দিকে। এখন নর্থ-সাউথ, স্কলাসটিকা ও মানারাতের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে জঙ্গি তৈরি হচ্ছে। এসব প্রতিষ্ঠানের কিছু সংখ্যক শিক্ষক ছাত্রদের উগ্রবাদ শিক্ষা দিচ্ছেন। সেই সমস্ত শিক্ষকদের দিকে দৃষ্টি রাখতে হবে।
আয়োজক সংগঠন অপরাজেয় বাংলাদেশের আহ্বায়ক এইচ রহমান মিলুর সভাপতিত্বে আলোচানায় ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, গণজাগরণ মঞ্চের একাংশের আহ্বায়ক কামাল পাশা বক্তব্য রাখেন।
Design and developed by ওয়েব হোম বিডি