খুন করে প্রমাণ রাখেনা ‘দ্যা কিলার’

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, মার্চ ১০, ২০১৬

খুন করে প্রমাণ রাখেনা ‘দ্যা কিলার’

download (2)

বিনোদন ডেস্ক : ‘দ্যা কিলার’খুন করে প্রমাণ রাখেনা, মা বাবার ভালোবাসা থেকে দুরে গিয়ে একজন সন্ত্রাসী দলের লিডার হয়ে উঠে। হঠাৎ একটি মেয়ে তার জীবনের গল্পটাকে ঘুরিয়ে দিয়ে একজন ভালো মানুষ হয়ে বাঁচার স্বপ্ন দেখায়। ঠিক এমননি একটি গল্প নিয়ে পরিচালক সুজন বড়ুয়া ‘পিকজেল মেজ প্রডাকশন’এর ব্যনারে নির্মান করতে যাচ্ছেন ‘দ্যা কিলার’। চিত্রনাট্যে রয়েছেন ম,ম,র রুবেল।

ছবিটি নিয়ে পরিচালক সুজন বড়ুয়া জানান, গল্পটি অনেক ভালো লাগেব দর্শকের। সম্পর্ন এ্যকশনধর্মী সিনেমা দ্যা কিলার। আমরা আজ কক্সবাজারে শ্যুটিং করছি। আশা করি দর্শক ভালো কিছু দেখতে পাবে। ছবির নায়ক ইমন জানান, ছবিতে আমি এ্যকশন কিলারের ভূমিকায় রয়েছি। ছবির গল্পটি আমার কাছে অনেক ভালো লেগেছে। নবাগত নায়িকা মৌ খান জানান, আমার প্রথম ছবি দ্যা কিলার। আর সুজন দাদা অনেক ভালো মানুষ। ছবির গল্প কাহিনী অনেক ভালো। আমার বিশ্বাস সিনেমা প্রিয় মানুষের অনেক ভালো লাগবে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com