সিলেট ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৫
সুরমা মেইলঃমাঠে খেলোয়াড়কে পিস্তল দেখিয়ে হুমকি দেয়ার অভিযোগে ব্রাজিলের এক ফুটবল রেফারির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে।
ব্রাজিলে একটি অপেশাদার লিগের ম্যাচে মারপিট থামাতে বন্দুক বের করেন রেফারি।
ওই খেলায় কোনও একটা সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় রেফারির দিকে তেড়ে যান এক দল ফুটবলার। একটি দলের ফুটবলার আর ম্যানেজার রেফারিকে হেনস্থা আর মারধর করেন বলে অভিযোগ। রেফারির সিদ্ধান্তে উত্তেজিত হয়ে এক ফুটবলার লাথি ও ঘুষি মারেন রেফারি গ্যাব্রিয়েলকে। এরপরই লালকার্ড নয়, একেবারে বন্দুক বের করলেন গ্যাব্রিয়েল। রেফারির হাতে আগ্নেয়াস্ত্র দেখে বিক্ষুব্ধ খেলোয়াড়রা ভয়ে আর আশপাশে নেই। মাঠ ফাঁকা। দৌড়াদৌড়ি শুরু করে দেন ফুটবলাররা। আসলে ম্যাচের রেফারি পেশায় একজন পুলিশ। কিন্তু তাই বলে ফুটবলারদের বুন্দক উচিয়ে ধমকাবেন এটা কেউ ভাবতেই পারেননি। শেষপর্যন্ত রেফারিকে শান্ত করে পরিস্থিতি সামাল দেন লাইন্সম্যান। বন্দুক বের করা সেই রেফারির নাম গ্যাব্রিয়েল মুর্তা। লাইন্সম্যান এসে পরিস্থিতি সামলে না দিলে হয়তো রেফারি গুলি চালিয়েই বসতেন।
রেফারিদের এসোসিয়েশন বলছে, মি মুরতা, যিনি নিজে পুলিশ বাহিনীর একজন সদস্য, নিজে যথেষ্ট হুমকির মধ্যে পড়েছিলেন বলেই নিজেকে রক্ষা করতে পিস্তল বের করেন।
এখন রেফারি মুরতাকে শারীরিক ও মানসিক পরীক্ষা দিতে হবে।
তাকে ফুটবল খেলা থেকে সাময়িকভাবে বরখাস্ত বা স্থায়ীভাবে নিষিদ্ধও করা হতে পারে।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি