সিলেট ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৫
ঠাকুরগাঁও প্রতিনিধি :
সারের অভাবে কৃষকরা আবাদ করতে পারছে না। টাকা পকেটে নিয়ে ডিলারদের কাছে ঘুরেও সার পাওয়া যায় না। যদি খোলা বাজারে সার না পায় তাহলে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কৃষকদের নিয়ে ইউএনও ও কৃষি অফিস ঘেরাওয়ের হুমকি দিয়েছে রাজ্জাক নামে এক কৃষক। তার সাথে একাত্মতা ঘোষণা করেছে অন্যান্য কৃষকরাও।
রোববার (১২ অক্টোবর) দুপুর ১২ টায় বালিয়াডাঙ্গী চৌরাস্তায় খুচরা সার বিক্রেতা হিসেবে নিবন্ধিত আইডি ধারীদের সার বরাদ্দ দেওয়ার দাবিতে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশ অব বাংলাদেশের আয়োজনে মানববন্ধন কর্মসূচীতে এ ঘোষণা দেন।
কৃষক রাজ্জাক বলেন, আলু চাষীরা পর্যায়ক্রমে আলু রোপন করবে, পর্যায়ক্রমে আলু তুলে বাজারে বিক্রি করবে। তাহলে দুপয়সা লাভ পাবে। ডিলাররা বাহানা ধরেছে তারা মাসে একদিন সার দিবে। বাকি ২৯ দিন কৃষকরা কোথায় সার পাবে।দ, কার কাছে যাবে। এজন্য সার বিক্রি উন্মুক্ত ভাবে করার দাবি জানান তিনি।
কর্মসূচীতে সংহতি জানিয়ে মহিষমারী গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, আমি একজন কৃষক ৩৫-৪০ বিঘা জমিতে আবাদ করি। সারের জন্য ঘুরতে ঘুরতে কৃষকদের প্রতিটি ফসল পিছিয়ে যাচ্ছে, ফলন কম হচ্ছে। এসব দুর করে কৃষকদের কথা ভাবতে হবে। কিন্তু আমাদের কথা শোনার মত কেউ নেই। পকেটে ৩০ হাজার টাকা নিয়ে ঘুরছি কেউ সার দিতে পারছে না।
বড়বাড়ি গ্রামের কৃষক সাদেকুল ইসলাম বলেন, আমি কয়েকদিন বিভিন্ন ডিলারের কাছে ঘুরে সার পায়নি। বার বার সময় দেখিয়ে ঘুরিয়ে হয়রানী করছে ডিলাররা। আমাদের কৃষকদের দাবী আমরা যেন খুচরা সার বিক্রেতাদের কাছে সার পায়। সরকার যেন খুচরা বিক্রেতাদের সার দেয় এটাই কৃষকদের দাবি।
খুচরা সার ডিলার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বালিয়াডাঙ্গী উপজেলার সভাপতি সাবুল ইসলাম বলেন, ২০২৩ সালে জারি করা প্রজ্ঞাপনে বলা আছে বিসিআইসি ডিলারদের বরাদ্দ করা সারের মধ্য ৬০ ভাগ আমাদেরকে দিতে হবে। এটি বাস্তাবায়ন হলে সারের সংকট থাকবে না। কৃষকরা তাদের সুবিধামত সার খুচরা বিক্রেতাদের কাছ থেকে কিনতে পারবে। আমরা প্রজ্ঞাপন বাস্তবায়নের দাবিতেই রাস্তায় দাড়িয়েছি। তাহলেই সব সমস্যা সমাধান হবে। আমরা অন্য জায়গা থেকে সার নিলে সরকার আমাদের সার জব্দ করছে। তাহলে কিভাবে কৃষকদের সার দিব। ডিলার সার দেয় ১ দিন আর আমরা দিচ্ছি ২৯ দিন।
মানববন্ধনে আরও বক্তব্য দেন বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন জীবন, সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকার আলী, খুচরা সার বিক্রেতা হাসান আলী সহ সার সংকটে ভুক্তভোগী কৃষকরা।
(সুরমামেইল/এমআই)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি