সিলেট ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৮ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০২৫
সুরমামেইল ডেস্ক :
সিলেটের বিয়ানীবাজারের এক ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতিকে গণঅধিকার পরিষদের উপজেলা কমিটির আহ্বায়ক করা হয়েছে। এ নিয়ে এলাকায় চলছে সমালোচনা।
সমালোচনার জেরে বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে এক বিজ্ঞপ্তিতে কমিটি স্থগিত করেন গণঅধিকার পরিষদের সিলেট জেলার যুগ্ম সদস্যসচিব হারুনুর রশীদ।
বুধবার (১৯ মার্চ) বিয়ানীবাজার উপজেলার গণঅধিকার পরিষদের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সেখানে আহ্বায়ক করা হয় বিবেকানন্দ দাস বিবেককে। তিনি উপজেলার তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। ২০২১ সালে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। তারপরও দলীয় কাজে সক্রিয় ছিলেন বিবেক। গত বছরের ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সদস্য ও সিলেট-৫ আসনের ডামি প্রার্থী সরওয়ার হোসেনের হয়ে কাজ করেছেন তিনি। ২৩ সালের সিলেট সিটি নির্বাচনেও দলের হয়ে কাজ করেন তিনি। সখ্য দেখা গেছে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশের সঙ্গে।
বুধবার দেখা যায়, গণঅধিকার পরিষদের বিয়ানীবাজার উপজেলার আহ্বায়ক হয়েছেন তিনি। বিবেক আহ্বায়ক হওয়ায় এলাকায় শুরু হয় সমালোচনা।
এ বিষয়ে বিবেকানন্দ দাস বিবেক বলেন, আওয়ামী লীগের সঙ্গে আমার সম্পর্ক নেই। ২০২১ সালের ইউপি নির্বাচনে আমি বিদ্রোহী প্রার্থী হওয়ায় আমাকে দল থেকে বহিষ্কার করা হয়। এর পর থেকে আমি আর দলের সঙ্গে নাই।
বিবেকানন্দ দাস আরও বলেন, দল থেকে বহিষ্কার করলেও আমার ভালো লাগা থেকে মাঝেমধ্যে কাজ করেছি। মানুষের ভালো লাগা থাকতেই পারে। সবার সঙ্গে আমার পুরোনো সম্পর্ক। মানুষ চাইলে কি তার আদর্শ পরিবর্তন করতে পারে না। অনেক বড় বড় নেতা তো দল পরিবর্তন করেছেন। এখন আর আমি বঙ্গবন্ধুর আদর্শে নেই। তাই আমি দল পরিবর্তন করে গণঅধিকার পরিষদে যোগ দিয়েছি।
এ বিষয়ে গণঅধিকার পরিষদ সিলেট জেলার আহ্বায়ক রহমতে এলাহী লস্কর নাঈম বলেন, এ বিষয়ে আমি জানি না। যদি এ রকম অভিযোগ কারও বিরুদ্ধে থাকে, তাহলে দ্রুত ব্যবস্থা নেব।
(সুরমামেইল/এমকে)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি